৬ মিনিটে তিন গোলে চ্যাম্পিয়ন ম্যানসিটি

5

 

প্রিমিয়ার লিগে শিরোপা নির্ধারণী ম্যাচে ম্যানচেস্টার সিটি জিতলেই চ্যাম্পিয়ন-সহজ সমীকরণ ছিল এমনই। তবে তাদের পথ রুদ্ধ করে রেখেছিল অ্যাস্টন ভিলা। ৭৫ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে থেকে পেপ গার্দিওয়ালার দলকে চাপে ফেলে দেয় তারা। তবে এর পরের ৬ মিনিটের ঝড়ে দারুণভাবে ম্যাচে ফিরে আসে ম্যানচেস্টার সিটি। ইতিহাদের মাঠে শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে গার্দিওয়ালার শিষ্যরা। নিজেদের মাঠে রবিবার ৩৭ মিনিটে ম্যাটি ক্যাশ এর গোলে অ্যাস্টন ভিলা এগিয়ে যায়। সতীর্থের ৬৯ মিনিটে ফিলিপে কৌতিনিয়ো গোল করে সিটিকে আরও পিছিয়ে দেন। ৭৫ মিনিটে রাহিম স্টার্লিংয়ের ক্রসে দারুণ হেডে ব্যবধান কমান ইলকাই গুনদোগান। দুই মিনিট পরই সমতায় ফেরে সিটি। জিনচেঙ্কোর এসিস্টে বক্সের বাইরে ধরে নিখুঁত শটে জাল কাঁপান রদ্রি। ৮১ মিনিটে জয়সূচক গোলও আসে। কেভিন ডে ব্রুইনের পাসে টোকায় জালে জড়ান গুনদোগান। গ্যালারিতে তখন উল­াস। শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখে ম্যানচেস্টার সিটি শিরোপা উৎসব করেছে। একইসঙ্গে চলা লিগে অন্য ম্যাচে লিভারপুল পিছিয়ে পড়েও ৩-১ গোলে উলভসকে হারালেও শিরোপার স্বাদ পায়নি। ৩৮ ম্যাচে ম্যানচেস্টার সিটি ৯৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সমান ম্যাচে ৯২ পয়েন্ট নিয়ে ঠিক এরপরই লিভারপুলের অবস্থান।