৬ষ্ঠ কোরআন তেলাওয়াত, হামদ্-নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

39

 

কর্ণফুলী উপজেলান বড়উঠান মৌলভী বাড়িতে সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র ব্যবস্থাপনায় ৬ষ্ঠবারের মত পবিত্র মাহে রমজান উপলক্ষে ২২ এপ্রিল কোরআন তেলাওয়াত, হামদ্-নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান’র সভাপতিত্বে ও মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় গোল্ডেন ইস্পাত, বিন হাবীব বিডি লিমিটেড ও মাসুম ক্লথ স্টোরের সৌজন্যে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল’র ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী, বিশেষ অতিথি কর্ণফুলী উপজেলার সমাজসেবক সাজ্জাদ খান মিটু, ফতেহপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার পরিচালনা কমিটির সহ-সভাপতি মুহাম্মদ সাকাওয়াত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফাউন্ডেশন’র উপদেষ্টা মো. মেজবাহ উদ্দিন খান, ফাউন্ডেশন’র সচিব মো. রেজাউল হক খান, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিমুল্লা খান, ইউপি মেম্বার সাজ্জাদ হোসেন খান সুমন, কুতুব উদ্দিন খান, মোহাম্মদ ইদ্রীস খান, মাওলানা নেজাম উদ্দিন খান, হাবিবুল হক খান, মেহরাফ হোসেন খান, মো. মিজানুল হক খান, মো. রকিউল হাসান খান সামি, মো. সরওয়ার, লিয়াকত হোসেন খান খোকন, এহতেশামুল হক খান, মাইমুনুল ইমলাম খান, কলিমুল্লা খান, মো. জহির উদ্দিন টিপু, মো. রাব্বি, জুনায়েদ, মো. ময়নু, মো. সোহেল, জিহান, রাকিব, করিম।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী বলেন, রোজার শিক্ষায় ও অলি আল্লাহদের পথ অনুসরণ করলে সমাজে বিশৃঙ্খলা, জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজের কথা উল্লেখ করেন এবং ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান’র মহান উদ্যোগ ও মহৎ উদ্দেশ্যের প্রশংসা করেন। তিনি বড়উঠানের মৌলভী বাড়িতে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোকাম্মেল হক খান’র হাসপাতাল নির্মাণের যে উদ্যোগ সেই ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং গরীব অসহায় মানুষের বিনামূল্যে অপারেশন করার ব্যাপারেও সহযোগিতার করবেন বলে আশ্বস্ত করেন।
বিচারক হিসাবে প্রতিযোগিতার দায়িত্ব পালন করেন বড়উঠান মৌলভী বাড়ি ওয়াইজ বিবি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সরওয়ার আলম আলক্বাদেরী ছাহেব, মাওলানা মুহাম্মদ মনছুরুল হক খান, মাওলানা মুহাম্মদ আসফাক দৌল্লাহ খান, গাউছিয়া তাহেরীয়া তানিমুল হক সুন্নি মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা গাজী মুহাম্মদ ইছাক, হাফেজ মুহাম্মদ এহছান, চন্দনাইশ’র মামুন খলিফা জামে মসজিদের খতিব হাফেজ আনিছুর রহমান। সম্মানিত বিচারকদের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও পরিবর্তন চট্টগ্রামের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোকাম্মেল হক খান। কোরআন তেলাওয়াতে ১ম স্থান আল জামেয়েতুল ইসলামিয়া হেমায়েতুল ইসলাম মাদ্রাসা, কৈয়গ্রাম’র ছাত্র মো. ইসমাইল হোসেন, ২য় স্থান শাহমীরপুর সুন্নীয়া আলীয়া মাদ্রাসা’র ছাত্র খালেদুর রহমান সিফাত, ৩য় স্থান শাহমীরপুর ফয়জুল বারী ফাযিল ডিগ্রি মাদ্রাসা’র ছাত্র মুহাম্মদ আমান হোসেন। হামদ্-নাতে ১ম স্থান বারখাইন জামেয়া জুমহুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আনোয়ারা’র ছাত্র মোহাম্মদ আরমান হোসেন, ২য় স্থান দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যায়ের ছাত্র মোহাম্মদ তাহসিন আবদাল খান, ৩য় স্থান ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা’র ছাত্র মোহাম্মদ আরিফুল ইসলাম, আযান-এ ১ম স্থান হযরত সুমাইয়া (রা.) সুন্নিয়া মাদ্রাসা’র ছাত্র মোহাম্মদ খোরশেদুল আলম, ২য় স্থান বড়উঠান গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া মাদ্রাসা, কর্ণফুলী’র ছাত্র মোহাম্মদ রাকিব, ৩য় স্থান বড়উঠান গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া মাদ্রাসা, কর্ণফুলি’র ছাত্র মোহাম্মদ জিসান উদ্দিন, দুই জন প্রতিবন্ধীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি