৫ মাসের সন্তান হাসপাতালে কোপার ফাইনালে খেলেন লাওতারো

5

কর্তব্যের ডাক কি নাড়ীর টানকেও হার মানাতে পারে? হয়তো পারে। না হয় আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজ পারলেন কী করে? ৫ মাস বয়সী কন্যা খাট থেকে পরে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে তখন, সেই অবস্থাতেই বাবা লাওতারো নেমেছিলেন কোপা আমেরিকার ফাইনালে। আর্জেন্টিনার এই স্ট্রাইকার রবিবার যখন রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে নেমেছিলেন ব্রাজিলের বিপক্ষে ফাইনালে লড়তে, তাঁর পাঁচ মাস বয়সী সন্তান তখন হাসপাতালে। ছিল জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সন্তানের জন্য সবচেয়ে বেশি টানটা থাকে বাবা মায়ের, তাতে মিশে থাকে বাড়তি উদ্বেগও। সেই সন্তানই যখন হাসপাতালে, তখন বাবা মায়ের রাতের ঘুম হারাম হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু মার্টিনেজ সেই উদ্বেগ একপাশে রেখেই নেমেছিলেন মাঠে। তাতেই ক্ষান্ত হননি, দলকে ২৮ বছর পর শিরোপা জেতাতে রেখেছেন দারুণ ভূমিকাও।