৫ ভবন মালিককে ২০ হাজার টাকা জরিমানা

3

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার নগরীতে অভিযান চালানো হয়। এ লক্ষ্যে চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরীর কাতালগঞ্জ, মুরাদপুর, বহদ্দারহাট ও বাদুরতলা এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বিভিন্ন বাসা বাড়ির ছাদ বাগান ও নির্মানাধীন ভবন পরিদর্শন করেন।
এ সময় একটি নির্মাণাধীন ভবনসহ পাঁচটি বাড়িতে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিকদের বিরুদ্ধে মামলা পূর্বক ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।