৫ ব্যক্তিকে ৬৪ হাজার টাকা জরিমানা

3

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে গতকাল সোমবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকা ও কাতালগঞ্জ আবাসিক এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বিভিন্ন বাসা বাড়ির ছাদবাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয় এবং মশার ঔষধ ছিটানো হয়। জনসাধারণকে এডিস মশা জন্মস্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়। এ সময় কাতালগঞ্জ আবাসিক এলাকার দুইটি নির্মাণাধীন ভবনের নিচে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।
স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত নগরীর সাগরিকা রোড এলাকায় পরিচালিত ডেঙ্গু রোগ প্রতিরোধে বিভিন্ন বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এই সময় তিনটি নির্মাণাধীন ভবনের নিচে এডিস মশা বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। খবর বিজ্ঞপ্তির