৫৭ জনকে পদোন্নতির নথি চেয়েছে দুদক

81

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (কেজিডিসিএল) ৫৭ জন কর্মকর্তাকে পদোন্নতির বিষয়ে পূর্ণাঙ্গ নথি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ থেকে চিঠি দিয়ে এ নথি চাওয়া হয়। চিঠিতে আগামী এক সপ্তাহের মধ্যে পদোন্নতির পূর্ণাঙ্গ নথি দুদক কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
এর আগে ২০ আগস্ট মধ্যরাতে কেজিডিসিএলের ৫৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয় বলে অভিযোগ উঠে। এ নিয়ে তখন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর তোলপাড় শুরু হয়। ঘটনা তদন্তে কেজিডিসিএল’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেতৃত্বে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।
দুদকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৫৭ জন কর্মকর্তাকে পদোন্নতির বিষয়ে পূর্ণাঙ্গ নথি চাওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ নথি দাখিল করতে বলা হয়েছে। খবর বাংলানিউজের
পদোন্নতির সময় মহাব্যবস্থাপক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করা কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী মো. সারোয়ার হোসেন বলেন, পদোন্নতিতে এক চুল পরিমাণও দুর্নীতি হয়নি। নথি চাইলে আমরা নথি দিবো।