৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

16

নিজস্ব প্রতিবেদক

নগরীর ষোলশহর ও নাসিরাবাদ এলাকায় রাস্তা-ফুটপাতের অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সের পিছনের সড়ক ও ষোলশহর ২ নং গেট মোড়সহ আশপাশের রাস্তা-ফুটপাত দখল করে দোকান বর্ধিত করা ও মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। তিনি বলেন, রাস্তা ও ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চলমান থাকবে। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।