৫ম এমজিআই মুজিববর্ষ ন্যাশনাল স্নুকার টিম চ্যাম্পিয়নশীপ শুরু

7

চিটাগাং ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশন এর যৌথ ব্যবস্থাপনায় ও মেঘনা গ্রুফ অব ইন্ড্রাষ্ট্রিজ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামে ৫ম এমজিআই শেখ মুজিবর রহমান জন্ম শতবার্ষিকী ন্যাশনাল স্নুকার টিম চ্যাম্পিয়ানশীপ-২০২১ গত ২১ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিটাগাং ক্লাব লিমিটেডের চেয়ারম্যান নাদের খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশনের সেক্রেটারী সৈয়দ মাহবুব। অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব লিমিটেড‘র বিলিয়ার্ড স্নুকার এন্ড পুল বিভাগের মেম্বার-ইনচার্জ মঞ্জুরুল আলম (পারভেজ)।
বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব লিমিটেডের ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক (মঞ্জু) , স্নুকার কনভেনার নুর উদ্দিন জাবেদ। অনুষ্ঠানে চিটাগাং ক্লাব নির্বাহী কমিটি মেম্বার জাবেদ হাসেম (নান্নু), ইমতিয়াজ হাবিব (রনি), সৈয়দ আহসানুল হক (শামীম) মাহবুবুল কবির খান, আলী আহসান (সেলিম),আজিজুল হাকীম, এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি) প্রমুখ সহ বহু ক্রীড়ামোদি ক্লাব মেম্বার এবং অংশগ্রহনকারী বিভিন্ন দলের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় চিটাগাং ক্লাব ‘এ’ টিম ৫-০ ফ্রেমে ঢাকা বোট ক্লাবকে হারায়। টুর্নামেন্টের ২য় দিনে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২টি খেলা নিষ্পত্তি হয়েছে।
খেলায় টাইম পাস ৪-১ ফ্রেমে বনানি ক্লাব লি.কে, টাইম পাস ৫-০ ফ্রেমে ক্যালিফোর্নিয়া পুল এন্ড স্নুকারকে, চিটাগাং ক্লাব ‘এ’ ৫-০ ফ্রেমে ঢাকা বোট ক্লাবকে, ঢাকা স্পোর্টস এক্স বিলিয়ার্ড ৩-২ ফ্রেমে চিটাগাং ক্লাব ‘বি’ কে ঢাকা ক্লাব ৩-২ ফ্রেমে সিলনেট আইটি এন্ড বিলিয়ার্ড জোন সিলেট কে, বিসিএ ৩-২ ফ্রেমে সিলনেট আইটি এন্ড বিলিয়ার্ড জো কে, গুলশান ক্লাব ৩-২ ফ্রেমে বনানী ক্লাবকে, বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার ৫-০ ফ্রেমে উত্তরা ক্লাবকে, এইচ.ও.বি.এস ৫-০ ফ্রেমে ঢাকা বোট ক্লাবকে, অপর খেলায় এইচ.ও.বি.এস ৫-০ ফ্রেমে কুমিল্লা ক্লাবকে, ব্রেকার্স ক্লাব ৪-১ ফ্রেমে কুমিল্লা সিটি ক্লাবকে এবং কুমিল্লা ক্লাব ৩-২ ফ্রেমে অল কমিউনিটি ক্লাব কে হারায়।