৫জি নেটওয়ার্কে বিশ্বের প্রথম শহর সাংহাই

143

বিশ্বের প্রথম শহর হিসেবে ৫জি নেটওয়ার্ক চালু করার দাবি করেছে চীনের সাংহাই। গত ৩০ মার্চ শনিবার সাংহাই এর হংকু অঞ্চলে এই কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদপত্র চায়না ডেইলি।
চায়না ডেইলির খবরে বলা হয়, সাংহাই এর হংকু এলাকায় শনিবার একইসঙ্গে ৫জি এবং ব্রডব্যান্ড গিগাবাইট নেটওয়ার্ক চলেছে। প্রসঙ্গত, আগামী প্রজন্মের মোবাইল যোগাযোগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের তুলনায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য উঠেপড়ে লেগেছে চীন।
উল্লেখ্য, ৫জি হচ্ছে আগামি প্রজন্মের গেলুলার প্রযুক্তি। এই প্রযুক্তির ডাউনলোড স্পিড ৪ জি নেটওয়ার্কের চেয়ে ১০০ গুণ দ্রুত।
চীনের রাষ্ট্রীয় টেলিকম প্রতিষ্ঠান চায়না মোবাইল এর সহায়তায় সাংহাই শহরে প্রথমবারের মত ৫জি নেটওয়ার্ক চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সাংহাই এর ভাইস মেয়র উ কিং ৫জি নেটওয়ার্ক ব্যবহার করে প্রথম ভিডিও কল করেন।