৪ ব্যবসায়ীকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

20

নিজস্ব প্রতিবেদক

পণ্যের প্রাইজ ট্যাগের উপর নতুন প্রাইজ ট্যাগ বসিয়ে বাড়তি দাম আদায় ও ক্রয়কৃত পণ্যের ভাউচার দেখাতে না পারায় মিমি সুপার মার্কেটের চার ব্যবসায়ীকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও অননুমোদিত বিদেশি প্রসাধনী বিক্রি করায় মিমি সুপার মার্কেটের আরও চার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মিমি সুপার মার্কেটের পাশে কেবিএইচ প্লাজার সেলিম পাঞ্জাবিকে ১ লাখ, রাজস্থান পাঞ্জাবিকে ১ লাখ ও ভাসাবি শপিং মলকে ৩০ হাজার ও আফমি প্লাজার এপেক্স সু’র ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, ঈদকে ঘিরে মানুষ এখন কেনাকাটায় ব্যস্ত আছেন। এটাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা ভোক্তাকে ঠকানোর জন্য সরব হয়ে উঠেছেন। তাই আমরা আজ (গতকাল) মিমি সুপার মার্কেটে অভিযান পরিচালনা করি। এসময় আমরা পণ্যের পুরাতন প্রাইজ ট্যাগের উপর নতুন প্রাইজ ট্যাগ বসিয়ে বাড়তি দাম আদায় করার প্রমাণ পাই। পাশাপাশি ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয়কৃত পণ্যের ভাউচার দেখতে চাইলে তারা সেটাও দেখাতে ব্যর্থ হন।
তাই আমরা ভোক্তা অধিকার আইন-২০০৯ মোতাবেক চার ব্যবসায়ীকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছি। অন্যদিকে মিমি সুপার মার্কেটে পৃথক আরেকটি অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। অভিযানকালে তিনি দোকানে অননুমোদিত বিদেশি প্রসাধনী পণ্য বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।