৪ দিনের সফরে চট্টগ্রামে শ্রীলঙ্কার দুই যুদ্ধজাহাজ

38

চারদিনের শুভেচ্ছা সফরে শ্রীলঙ্কার নৌবাহিনীর দু’টি যুদ্ধজাহাজ সায়ুরা ও নন্দীমিত্র চট্টগ্রামে এসেছে। গতকাল সোমবার সকালে জাহাজ দু’টি চট্টগ্রাম বন্দর সংলগ্ন ড্রাইডক জেটিতে এসে পৌঁছে। এ সময় ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাদেরকে স্বাগত জানায়। চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আব্দুস সামাদ জাহাজ দু’টির অধিনায়কদের অভ্যর্থনা জানান। এ সফরের মধ্যদিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দু’দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
নৌবাহিনীর সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দরে আগত জাহাজ দু’টিতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ ২৪৭ জন শ্রীলঙ্কার নৌসদস্য রয়েছেন। জাহাজ দুটির অধিনায়করা বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌঅঞ্চলের কমান্ডার এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সাথে সাক্ষাত করবেন।
এদিকে সায়ুরা জাহাজের অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন নীলনথা হিওয়াভিথারান এবং নন্দীমিত্রে জাহাজে ক্যাপ্টেন বুদ্ধিকা লিয়ানাগমেজ দায়িত্ব পালন করছেন। দুই অধিনায়কের নেতৃত্বে জাহাজ দুটি যখন বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছে, তখন বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ দুর্জয় তাদের অভ্যর্থনা জানায়।
চারদিনের সফরে আসা জাহাজ দু’টিতে আসা শ্রীলঙ্কার নৌবাহিনীর সদস্যরা বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্রজয় পরিদর্শন করবেন। এছাড়া বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস, শহীদ মোয়াজ্জেম ঘাঁটি, নৌবাহিনী পরিচালিত শিশুদের স্কুল ‘আশার আলো’ পরিদর্শন করবেন। আর বাংলাদেশ ও শ্রীলঙ্কার নৌবাহিনীর প্রশিক্ষণার্থী ক্যাডেটদের অংশগ্রহণে প্রীতি বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সফর শেষে শ্রীলঙ্কার নৌবাহিনীর জাহাজ দু’টি আগামী ২৯ আগস্ট বাংলাদেশ ত্যাগ করবে বলে আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।