৪৮তম শীতকালীন ক্রীড়া আসরের দ্রুততম বালক খুলনার ইকরাম

42

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৪৮তম ক্রীড়া আসরের প্রথম দিনে খুলনার ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক স্কুলের ছাত্র মো. ইকরামুল হোসেন দ্রুততম ছাত্র হওয়ার গৌরব অর্জন করেছেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে অনুষ্ঠিত অ্যাথলেটিক্সের বালক বড় গ্রুপের ১০০ মিটার স্প্রীন্টে প্রথম স্থান পেয়ে এই কৃতিত্ব দেখায়। এই ইভেন্টের অন্য দুই বিজয়ী কুমিল্লা ক্যান্টনমেন্ট ইস্পাহানি পাবলিক স্কুলের ছাত্র বাবুল আহমেদ ও নড়াইলের লোহাগাড়া পাইলট স্কুলের ছাত্র আফজাল খান। বাবুল ২য় এবং আফজাল হন তৃতীয়। বালিকা মধ্যম গ্রুপের ১০০ মিটার স্প্রিন্টে মানিকগঞ্জের রাজিবপুর স্কুলের ছাত্রী কবুরী আক্তার ১ম, কুমিল্লার আলী হোসেন স্কুলের ছাত্রী সাদিয়া আক্তার ২য় এবং কিশোরগঞ্জের আরজত আতরজান স্কুলের ছাত্রী সোনা জ্যোতি ৩য় স্থান লাভ করেন। অন্যদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মাঠে ক্রিকেট বালক গ্রুপে নেত্রকোনার পূর্বকলা জগৎমনি সরকারি পাইলট স্কুল ২৪ রানে ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা সরকারি স্কুলকে এবং বালিকা গ্রুপে নীলফামারির পঞ্চপুকুর বালিকা স্কুল ৫ উইকেটে ঝিনাইদহের ফজর আলী স্কুলকে পরাজিত করে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার খেলার প্রশিক্ষণ মাঠে ভলিবল বালক গ্রুপের প্রথম খেলায় বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুল ২-০ সেটে লালমনির হাটের আলহাজ্ব সমসের উদ্দিন স্কুলকে, দ্বিতীয় খেলায় বরিশালের চিরলিয়া স্কুল ২-০ সেটে ময়মনসিহের মানকোন্ স্কুলকে এবং বালিকা গ্রুপের প্রথম খেলায় যশোর আদর্শ বালিকা স্কুল ২-০ সেটে নারায়ণগঞ্জের বিবি মরিয়ম স্কুলকে, দ্বিতীয় খেলায় পঞ্চগড়ের কাজী সাহাবউদ্দিন বালিকা স্কুল ২-১ সেটে সিলেটের আম্বরখানা বালিকা স্কুলকে পরাজিত করে।