৪৩০ রানের ম্যাচে কলকাতার শততম জয়

24

দীর্ঘ ছয় ম্যাচের অপেক্ষার অবশেষে অবসান। রাজস্থান রয়্যালসকে তাদের ঘরের মাঠে হারিয়ে আসার পরই কাউন্ট ডাউন শুরু করে দেন নাইট সমর্থকরা। কারণ, আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে সেটি ছিল কলকাতার ৯৯তম টি-টোয়েন্টি ম্যাচ জয়। অর্থাৎ আর একটি ম্যাচে জয় মানেই সেটি হবে টি-টোয়েন্টি ক্রিকেটের কেকেআর মাইলস্টোন সূচক।
জিতলে টুর্নামেন্টে ভেসে থাকা যাবে। হারলে ছিটকে যেতে হবে লড়াইয়ে থেকে। আইপিএলে এমন ডু অর ডাই ম্যাচে আগে ব্যাট করে কেকেআর ২ উইকেটে ২৩২ রানের বিশাল স্কোর গড়ে তোলে। চলতি মৌসুমে সর্বোচ্চ দলগত ইনিংস গড়েও জয়ের জন্য এমন বেগ পেতে হবে কেকেআরকে, সেটা বোধ হয় স্বপ্নেও ভাবেননি দিনেশ কার্তিকরা। টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ৬টি চার ও ৯টি ছক্কার সাহায্যে মাত্র ৩৪ বলে ৯১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে কলকাতার কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেওয়ার উপক্রম করেছিলেন। চলতি আইপিএলের দ্রুততম হাফ সেঞ্চুরি (১৭ বলে) করেন তিনি। তবে ১৮তম ওভারের শেষ বলে পান্ডিয়া আউট হতে তবেই কলকাতা স্বস্তির নিঃশ্বাস ফেলে। শেষমেশ মুম্বাই থামে ৭ উইকেটে ১৯৮ রানে।