৪১ ওয়ার্ড অফিসে ডিজিটাল হাজিরা কার্যক্রম উদ্বোধন

32

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তিগত অগ্রগতির ফলে বিশ্বের উন্নয়নের গতি পরিলক্ষিত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর গুরুত্ব গভীরভাবে উপলদ্ধি করেন। তিনি দেশকে সোনার বাংলায় রূপান্তর করতে চেয়ে ছিলেন। দৃঢ়প্রীতজ্ঞ বঙ্গবন্ধুর হাত ধরেই রচিত হয় একটি আধুনিক বিজ্ঞানমনস্ক প্রযুক্তি নির্ভর বাংলাদেশের ভিত্তি, যা-বাংলাদেশেকে ডিজিটাল বিপ্লবে অংশগ্রহণের পথ দেখায়। তার সঠিক বাস্তবায়ন করেছেন তাঁরই সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার সকালে ষোলশহর ওয়ার্ড কার্যালয়ে চসিকের ৪১টি ওয়ার্ড কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের ফিঙ্গার প্রিন্ট মেশিনের মাধ্যমে দৈনিক উপস্থিতি কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে ও মেয়রের একান্ত সচিব, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কাউন্সিলর এম আশরাফুল আলম, সচিব খালেদ মাহমুদ, তত্ত্বাধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, আইটি অফিসার, মো. ইকবাল হাসান, আওয়ামীলীগ নেতা শামসুল আলম, আবুল কালাম প্রমুখ। মেয়র আরো বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। নাগরিক সেবা নিশ্চিত করাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মুলকাজ। সিটি কর্পোরেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কাজে গতিশীলতা আনায়নের লক্ষ্যে ফিঙ্গারিং ব্যবস্থা চালু করা হয়েছে। এক্ষেত্রে কাজে ফাঁকি দেয়ার কোন অবকাশ নেই। নিজের কাজের প্রতি আন্তরিক এবং নিষ্ঠাবান হওয়ার জন্য আধুনিক এ প্রযুক্তি সংযোজন সময়ের প্রয়োজন বলে তিনি মনে করেন।