৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বন গবেষণা ইউনিটের সভা

63

বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বন গবেষণা ইনস্টিটিউট ইউনিটের সভা নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বন গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গনে গত ১৩ অক্টোবর রোববার রাত ৮টায় সমিতির সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় হয়রানিমূলক বদলী বন্ধ রাখা ও বদলীকৃত সকল কর্মচারীদেরকে পূর্বের কর্মস্থলে বহাল রাখার এবং পূর্বের পেশকৃত দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়। সভায় ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে আউটি সোসিং নিয়োগ প্রথার প্রস্তাবনা প্রত্যাহার করে সরকারিভাবে ৪র্থ শ্রেণীর জনবল নিয়োগের দাবি জানানো হয়। এছাড়া সরকারি চাকরি বিধিমালা ৫৬ ক,খ-এর (খ) ধারা মোতাবেক ও ১৯৮৭ সালের ১০ ফেব্রুয়ারী সংস্থাপন মন্ত্রনালয়ের স্মারক নং- এমই(এডি-৩)-৩৮/৮৪-১০০০ প্রজ্ঞাপন অনুযায়ী চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারীদের পদায়িত অফিসের বাহিরে বদলী করার বিধান না থাকা সত্বেও দুইটি আদেশ নামায় (নং- ১৪২-নং-২৮২) ১৯ জন ৪র্থ শ্রেণীর সরকারী কর্মচারীকে বিনা অপরাধে নিয়ম বর্হিভূতভাবে বদলী করায় ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রাবস্থায় ৪র্থ শ্রেণি সরকারী কর্মচারীদের বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহন করেছিলেন। ১৯৪৭ সালে ৪র্থ শ্রেণি সরকারী কর্মচারীদের বদলী বন্ধের কর্মসূচীতে বঙ্গবন্ধু যোগ দেয়ার কারণে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়। পরে ২০১১ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই বহিস্কারাদেশ প্রত্যাহার করেন। সভা শেষে সকল কর্মচারীদের স্ব স্ব দায়িত্ব দায়িত্ব-কর্তব্য সুন্দরভাবে পালন করার উদাত্ত আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী, প্রচার সম্পাদক মো. সেনায়েত আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি