৩ দিনেও মেরামত হয়নি ফেটে যাওয়া পাইপলাইন

60

তিনদিনেও মেরামত করা সম্ভব হয়নি ফেটে যাওয়া কর্ণফুলী গ্যাসের সঞ্চালন পাইপলাইন। ফলে গ্যাস সংকটে জনদুর্ভোগ বেড়েছে। কেজিডিসিএল বলেছে, পাইপ ফেটে যাওয়া অংশে কাদাযুক্ত মাটি হওয়ার কারণে মাটির নিচ থেকে পাইপ উপরে তোলে মেরামত করতে সময়ক্ষেপন হচ্ছে।
তবে আজ মঙ্গলবারের মধ্যে ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত সম্পন্ন হবে বলে জানিয়েছেন কেজিডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খায়েজ আহমদ মজুমদার।
উল্লেখ্য, নগরীর পতেঙ্গা আকমল আলী রোড এলাকায় মাইট্টাল্লা খাল খনন করার সময় সিটি কর্পোরেশন যান্ত্রিক বিভাগের একটি স্কেভেটরের আঘাতে গত শনিবার সন্ধ্যায় কর্ণফুলী গ্যাসের ২৪ ইঞ্চি ব্যাসের উচ্চচাপ বিশিষ্ট একটি সঞ্চালন পাইপ ফেটে যায়। ট্রান্সমিশন লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পর থেকে আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
কেজিডিসিএল সূত্রে জানা গেছে, ট্রান্সমিশন লাইনের পাইপ ফেটে যাওয়ার পরপরই ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের উদ্যোগ নেয় কেজিডিসিএল। তবে ট্রান্সমিশন পাইপটি মাটির প্রায় ১৪ ফুট গভীরে থাকায় ফেটে যাওয়া অংশ মেরামত করার সময় দুই দিকে থেকে পাইপটিকে টেনে মাটির উপরে আনতে বেগ পেতে হচ্ছে মেরামত কাজে নিয়োজিতদের।
দিনভর প্রতিরক্ষা দেওয়াল তৈরির পাশাপাশি মাটি খুঁড়ে রবিবার বিকেলের দিকে পাইপটি উপরে তুলে আনা হয় এরপর মূল মেরামত কাজ শুরুর আগ মুহূর্তে পাশের মাটি ধসে পুনরায় পাইপলাইনটি চাপা পড়ে। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত পাইপলাইনটি উপরে তোলার কাজ করা হয়।
এদিকে ক্ষতিগ্রস্ত গ্যাসের সঞ্চালন পাইপলাইন মেরামতে বিলম্বিত হওয়ায় অস্বস্তিতে পড়েছেন কর্ণফুলী গ্যাসের কর্মকর্তারা। গতকাল সোমবার কেজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খায়েজ আহমদ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে মেরামত কাজ তদারকি করেন।
সঞ্চালন লাইনের পাইপ ফেটে যাওয়ায় গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় শুধু হালিশহর-পতেঙ্গা এলাকায় গ্যাস পুরোপুরি বন্ধ থাকলেও নগরজুড়ে গ্যাসের চাপ কমে গেছে।
এদিকে গতকাল সোমবারও নগরীর বন্দরটিলা, হালিশহর, পতেঙ্গা, কাটঘর, ইপিজেড, বন্দর, আগ্রাবাদ, সদরঘাট, মাদারবাড়ি, ফিরিঙ্গী বাজার, আন্দরকিল্লা, মোমিন রোড, জামাল খান, পাথরঘাটা, বাকলিয়া, ঘাটফরহাদবেগ এলাকার গ্যাস সরবরাহ সারাদিন বন্ধ থাকে। এতে চুলোতে গ্যাস না থাকায় রান্নাবান্নায় চরম ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা।
আকমল আলী সড়কের বাসিন্দা রাকিন ইনতিসার বলেন, কর্ণফুলী গ্যাসের বড় পাইপ ফেটে যাওয়ার কারণে শনিবার থেকে আমাদের পুরো এলাকায় গ্যাস পাওয়া যাচ্ছে না। অস্থায়ী চুলোতে গৃহস্থালী রান্নাবান্নার কাজ সারতে হচ্ছে।
এ ব্যাপারে কথা হলে কেজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খায়েজ আহমদ মজুমদার পূর্বদেশকে বলেন, ‘আমরা ফেটে যাওয়া পাইপটি মেরামতে জোর তৎপরতা চালাচ্ছি। যেখানে পাইপটি ফেটেছে সেটি মাটির অনেক গভীরে। আশেপাশের মাটি কাদাযুক্ত হওয়ার কারণে মাটি সরাতে বেশি বেগ পেতে হচ্ছে। তাই মূল কাজ পাইপ মেরামত কাজটি বিলম্বিত হচ্ছে। আশা করছি মঙ্গলবারের মধ্যেই পাইপলাইনটি ত্রুটি মুক্ত করতে পারবো।’