৩৯ টুকরো সেগুন কাঠ চাঁদের গাড়িতে

4

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে স্থানীয় বিভাগের কর্তারা অভিযান পরিচালনা করে ৩৯ টুকরো অবৈধ সেগুন কাঠসহ একটি চাঁদের গাড়ি জব্দ করেছে। গতকাল শুক্রবার ভোরে বন বিভাগের আওতাধীন শোভনছড়ি বিটের মাইজ্জা মিয়ার লেমুয়া এলাকায় অবৈধভাবে পাচারের সময় এসব কাঠ ও চাঁদের গাড়িটি জব্দ করা হয়।
স্থানীয় বনবিভাগের মন্দাকিনী বিটের ফরেস্টার আনোয়ার হোসেন ও মনিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন। এ সময় জব্দকৃত চোরাই কাঠ বহনকারী একটি চাঁদের গাড়ি (নম্বর-চট্টগ্রাম-ক ৩৭১) জব্দ করা হয়। জব্দকৃত কাঠসহ চাঁদের গাড়িটি বন বিভাগের হাটহাজারীর চেক পোস্টে সংশ্লিষ্ট কর্তাদের হেফাজতে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী বনবিভাগের স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, শুক্রবার ভোরে শোভনছড়ি বিট দিয়ে কাঠ পাচারের সময় অভিযান চালিয়ে ৩০ টুকরো অবৈধ সেগুন কাঠসহ একটি চাঁদের গাড়ি জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য অর্ধ লক্ষাধিক টাকা। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।