৩২ রোটারি ক্লাবের টিআরএফ সেমিনার

53

৩২টি রোটারী ক্লাব (রোটারী ক্লাব অব চিটাগাং এরিসটোক্রেট, বে-ভিউ, বেঙ্গল সিটি, সেন্ট্রাল, কসমোপলিটন, সিটি, চিটাগাং, ডাউনটাউন, এলিট, ইষ্ট, এলিগেন্স, গ্রীন ভিউ, চিটাগাং হারবার, চিটাগাং হিলসিটি, চিটাগাং হিলটাউন, হেরিটেজ, লেক ভিউ, মেট্রোপলিটন চিটাগাং, মহানগর, মেরিন সিটি, মিডসিটি, মিডটাউন, নর্থ, ওশান ব্ল , পার্ল, পাইওনিয়ার, রোজ গার্ডেন, রয়েল, সাউথ, সাগরিকা, আপ টাউন এবং চিটাগাং ভিক্টোরি) এর যৌথ উদ্যোগে ২৯ নভেম্বর বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের কনফারেন্স হলে টিআরএফ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কী নোট ষ্পীকার হিসাবে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি হারুন-উর রশীদ, পিএইচএফ,এমসি, রোটারী ক্লাব অব চিটাগাং মিডটাউন। গ্লোবাল গ্রান্ট হিসাবে বক্তব্য রাখেন রোটারিয়ান পাষ্ট ডিষ্ট্রিক্ট সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী (রেজা), রোটারী ক্লাব অব চিটাগাং সাগরিকা এবং রোটারী ফাউন্ডেশনের উপর সহজ, সাবলীল বক্তব্য প্রদান করেন পাষ্ট এ্যাসিষ্টেন্ট গভর্ণর রোটারিয়ান মীর নাজমুল আহসান রবিন,এমপিএইচএফ, রোটারী ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল। সেমিনারে বক্তারা বলেন, রোটারী ফাউন্ডেশনের মূল লক্ষ্য হচ্ছে রোটারিয়ানদের মাধ্যমে বিশ্ব সমঝোতা, সহমর্মিতা ও শান্তি স্থাপন করা। এজন্য রোটারী ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য উন্নয়নে এবং দারিদ্র্য বিমোচনে কার্যক্রম গ্রহণ করে থাকে। রোটারী ফাউন্ডেশন বিশ্বের যে কোন স্থানে মানবতার সেবাম‚লক কার্যক্রম পরিচালনায় আর্থিক অনুদান প্রদান করে থাকে। সারাবিশ্ব ব্যাপী পোলিও নির্ম‚লে এবং শান্তি স্থাপনে ও রোটারী কাজ করে যাচ্ছে। কর্ণফুলী জোনের ৩২টি ক্লাবের প্রেসিডেন্ট যথাক্রমে রোটারী ক্লাব চিটাগাং বে-ভিউ এর প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ শহীদুল্লাহ কায়সার, বেঙ্গল সিটির রোটারিয়ান এডভোকেট জসীম উদ্দিন, চিটাগাং এর রোটারিয়ান মুহাম্মদ মুসলিম, সেন্ট্রাল এর রোটারিয়ান নাদিরা বেগম শিল্পী, কসমোপলিটন এর রোটারিয়ান জাহেদ উদ্দিন আকতার, সিটি-র রোটারিয়ান এডভোকেট জহির উদ্দিন মাহমুদ, ডাউনটাউন এর রোটারিয়ান আবুল কালাম আজাদ, এলিটস এর রোটারিয়ান আমিনুল হক বাবু, গ্রীনভিউ এর রোটারিয়ান মোঃ তারেক উদ্দিন, হারবার এর রোটারিয়ান নাইম উদ্দিন, হিলসিটির রোটারিয়ান এডভোকেট আয়েশা আকতার সানজি, হিলটাউনের দেবদুলাল ভৌমিক, হেরিটেজ এর রোটারিয়ান মোঃ মাঈন উদ্দিন রতন, লেক ভিউ এর রোটারিয়ান ফেরদৌস আরা বেগম, মেট্রোপলিটন এর রোটারিয়ান মোঃ ফরিদুল আলম, মেরিন সিটির রোটারিয়ান ক্যাপ্টেন ফয়সাল আজিম, মিড সিটি-র রোটারিয়ান মোঃ আহমদ, মিড টাউন এর প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ রহিম উল্লাহ, নর্থ এর প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আবদুল খালেক, ওশান ব্লু এর প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ নাসির উদ্দিন, পার্ল এর রোটারিয়ান এম.এ আজাদ ফিরোজী, পাইওনিয়ার এর রোটারিয়ান সুদীপ কুমার চন্দ, রোজ গার্ডেন এর রোটারিয়ান শায়লা মাহমুদ, রয়েল এর রোটারিয়ান জামাল উদ্দিন আহমদ, সাগরিকার রোটারিয়ান ফয়েজুল কবির চৌধুরী, সাউথ এর রোটারিয়ান মেজর (অবঃ) মোঃ মোস্তফা এবং চিটাগাং আপটাউন এর রোটারিয়ান এফ এম তৌহিদুর রহমান, ভিক্টরী এর রোটারিয়ান মোঃ আলী সহ এ্যাসিস্টেন্ট গভর্নর, ডেপুটি গভর্নর সহ ডিস্টিক্ট নেতৃবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্য রাখেন ডায়াবেটিক হাসপাতালের পক্ষ থেকে ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান পিপি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করেন ৩২টি ক্লাবের প্রেসিডেন্টবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারী ক্লাব অব চিটাগাং ইষ্ট পিপি হাসিনা আকতার লিপি। বিজ্ঞপ্তি