৩২তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার

56

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায়, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং এস.এস ট্রেডিং এর পৃষ্ঠপোষকতায় ৩২তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। গতকাল অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা বর্ডারগার্ড বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগে নির্ধারিত সময়ে খেলাটি ২৮-২৮ গোলে অমীমাংসিত থাকে।
পরবর্তীতে অতিরিক্ত সময়েও ৩৩-৩৩ গোলেও ড্র হলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। আর তাতেই বাংলাদেশ আনসার ৫-৪ গোলে চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয় বর্ডারগার্ড বাংলাদেশ। এদিন সকালে স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশ পুলিশ ৪৮-২৪ গোলে চাপাইনবাবগঞ্জ জেলাকে হারিয়ে প্রতিযোগিতায় ৩য় স্থান লাভ করে। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার প্রদান করেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন। গেস্ট অব অনার ছিলেন বিজিবি চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গণি চৌধুরী। সিজেকেএস হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান সৈয়দ আবুল বশরের সভাপতিত্বে এবং সিজেকেএস সহ-সভাপতি মো: হাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নুরুল ইসলাম, স্পন্সর প্রতিষ্ঠান এস.এস. ট্রেডিং’র ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, ফেডারেশনের সহ-সভাপতি আ.ন.ম. ওয়াহিদ দুলাল, সহ-সাধারণ সম্পাদক এস.এম খালেকুজ্জামান স্বপন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, সিজেকেএস সহ-সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সাবেক সহ-সভাপতি মোজাম্মেল হক, সিডিএফএ সভাপতি এস.এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাসেম, এ.বি.এম খালেদুজ্জামান দাদুল, জহির আহমেদ চৌধুরী, এ.কে.এম. আবদুল হান্নান আকবর, মোহাম্মদ ইউসুফ, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি