৩১ মার্চ শুরু আইপিএল

12

আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে সবচেয়ে জাকজমকপূর্ণ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। গতকাল এর সূচী প্রকাশ করেছে বিসিসিআই। ১৬ তম আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। প্রায় দুই মাসের মহাযজ্ঞ শেষে ফাইনাল হবে আগামী ২৮ মে। গতবারের মতো এবারও আইপিএলে দল সংখ্যা ১০টি। লিগ পর্বে প্রতিটি দল খেলবে ১৪ টি করে ম্যাচ।
গ্রæপ ‘এ’ তে রয়েছে- মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। গ্রæপ বি এর পাঁচটি দল- চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাট টাইটান্স। লিগ পর্বে সব মিলিয়ে ম্যাচ হবে ৭০টি।
এবারের আসরে সেই হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে ফিরে যাচ্ছে আইপিএল। মোট ১২টি মাঠে হবে এবারের আইপিএল। আহমেদাবাদ, মোহালি, লক্ষ্ণৌ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, জয়পুর, মুম্বাই, গুয়াহাটি (রাজস্থানের দ্বিতীয় হোম ভেন্যু) ও ধর্মশালা (পাঞ্জাবের দ্বিতীয় হোম ভেন্যু)। আইপিএলের শুরুর মতো শেষটাও হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।