৩০ সেপ্টেম্বরের আগেই নগদ লভ্যাংশ বিতরণ করা যাবে

77

ব্যক্তি শ্রেণির স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে ৩০ সেপ্টেম্বরের আগেই লভ্যাংশ বিতরণের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত ৭ জনু রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১১ মে, ২০২০ তারিখে জারিকৃত ডিওএস সার্কুলারের মাধ্যমে ব্যাংকসমূহ কর্তৃক ২০১৯ সনের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখের পূর্বে বিতরণ করা যাবে না মর্মে নির্দেশনা প্রদান করা হয়।
তবে পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের অধিকতর স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, শুধু ব্যক্তি শ্রেণির (স্থানীয় ও বিদেশী) বিনিয়োগকারীদের অনুকূলে বাংলাদেশ ব্যাংকের উপর্যুক্ত সার্কুলার এবং প্রচলিত অন্যান্য আইনের এ সংক্রান্ত বিধি-বিধান পরিপালন সাপেক্ষে ২০১৯ সনের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখের পূর্বে বিতরণ করা যাবে।