৩০ এপ্রিল মাঠে ফিরছে লিগ

7

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বাংলাদেশ। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হারও বেড়েছে আগের চেয়ে। পরিস্থিতির বিবেচনায় লকডাউন আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সরকার। এমন কঠিন সময়েও ক্লাবগুলো চাইছে মাঠে ফিরতে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চাওয়াও একই। ৩০ তারিখ থেকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় ধাপ শুরুর সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।
প্রিমিয়ার লিগে খেলা ১৩ ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার ভার্চুয়াল আলোচনায় বসে লিগ কমিটি। আলোচনা শেষে সালাম জানান, লিগের দ্বিতীয় পর্বের খেলা শুরুর ব্যাপারে ক্লাবগুলোর কোনো আপত্তি নেই। বাকি আছে কেবল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতি পাওয়াটা। প্রথম লেগ শেষে ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ জামাল ধানমÐি ক্লাব। ২৫ পয়েন্ট নিয়ে আবাহনী লিমিটেড তৃতীয় ও ২২ পয়েন্ট নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাব আছে চতুর্থ স্থানে।