২ লাখ ১৭ হাজার ক্ষুদে শিক্ষার্থী টিকার আওতায়

13

নিজস্ব প্রতিবেদক

করোনার টিকাদান কার্যক্রমের আওতায় এসেছে ৫-১১ বছর বয়সী ২ লাখ ১৭ হাজার ৩২১ জন শিক্ষার্থী। গত ২৫ আগস্ট নগরীর ৪১ ওয়ার্ডে ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল কার্যালয় থেকে এ তথ্য জানা যায়। তবে জেলা পর্যায়ে ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরুর কথা থাকলেও তা এখনও শুরু হয়নি।
জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় এ পর্যন্ত টিকার আওতায় এসেছে ২ লাখ ১৭ হাজার ৩২১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ১ লাখ ৫ হাজার ৭২৫ জন এবং ছাত্র ১ লাখ ১১ হাজার ৫৯৬ জন। গত ২৪ আগস্ট চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। ২৫ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে নগরীর ওয়ার্ডগুলোতে টিকা কার্যক্রম শুরু হয়। কমবয়সী শিক্ষার্থীরা টিকা নিলেও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য দেখা যায়নি। টিকা কেন্দ্রে এসে আনন্দের সাথে টিকা নিয়েছে এসব শিক্ষার্থী।
এদিকে গত ২৫ আগস্ট থেকে চট্টগ্রামের উপজেলাগুলোতে টিকা কার্যক্রম শুরুর হওয়ার কথা থাকলেও তা এখনও শুরু হয়নি। তবে শীঘ্রই উপজেলা পর্যায়েও টিকা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন জেলা সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী। তিনি জানান, সিটি কর্পোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। কিছু সমস্যার কারণে উপজেলায় কার্যক্রম শুরু করতে পারছি না। তবে শীঘ্রই এ কার্যক্রম শুরু হবে।