২ বছর পর জেনারেল হাসপাতালে রক্ত বিভাগ চালু

5

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও সেবা কার্যক্রম চালু করেছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগ। গতকাল মঙ্গলবার থেকে রক্তের বিভিন্ন কার্যক্রমের সেবা শুরু হয় এ বিভাগে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এর আগে ২০২০ সালের মার্চে হাসপাতালটির রক্ত পরিসঞ্চালন বিভাগের কার্যক্রম বন্ধ করা হয়। ওই সময়ে মহামারি করোনার কারণে অন্যান্য কার্যক্রমের সঙ্গে এ সেবাদান কার্যক্রমও বন্ধ রাখতে হয়।
পরবর্তীতে হাসপাতালটিতে শুধুমাত্র কোভিড রোগীদের সেবা কার্যক্রম চালু করা হয়। তবে দীর্ঘ দুই বছরের বেশি সময়ের পর পুনরায় রক্ত পরিসঞ্চালন বিভাগের কার্যক্রম শুরু হওয়ায় সেবাদান আরও সহজ হয়ে উঠবে।রক্ত পরিসঞ্চালন বিভাগের কার্যক্রম শুরু করা হলেও আপাতত শুধুমাত্র অফিস চালাকালীন সময় পর্যন্ত সেবা গ্রহণ করতে পারবে রোগীরা। তবে খুব শিগগিরই এ সেবাদান কার্যক্রম দিন রাতে ২৪ ঘণ্টা চালু রাখতে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।