২৭৮ কেজির টুনা দাম ৩১ লাখ ডলার

31

বছর শুরুর প্রথম নিলামে টোকিওর নতুন মাছবাজার থেকে ২৭৮ কেজি ওজনের একটি ব্লুফিন টুনা ৩১ লাখ ডলারে কিনে হইচই ফেলে দিয়েছেন জাপানের এক ধনকুবের। শনিবার তোয়োসুর মাছ বাজার থেকে সুশি কোম্পানির মালিক কিয়োশি কিমুরা ওই বিপন্নপ্রজাতির মাছটি কেনেন। স্বঘোষিত এ ‘টুনা কিং’ কিয়োশি আট বছরে সপ্তমবার বর্ষশুরুর নিলামের সর্বোচ্চ দরদাতা হলেন বলে বিবিসি জানিয়েছে। ২০১৩ সালেও এমন একটি মাছ কিনতে তিনি ১৪ লাখ ডলার ব্যয় করেছিলেন। সাধারণ সময়ে ২৭৮ কেজির এই টুনা কিনতে ৬০ হাজার ডলারের বেশি দাম পড়ত না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কিয়োশি তার তুলনায় প্রায় ৫ গুণ বেশি দাম দিয়ে নিজের রেকর্ডকে আরও উপরে নিয়ে গেলেন।
বিবিসি বলছে, জাপানে বছরের প্রথম নিলামে পাইকারি বিক্রেতা ও সুশি কোম্পানির মালিকদের বেশি দাম দিয়ে সেরা মাছ কেনার দরদামে মেতে উঠতে দেখা যায়। বাংলাদেশি মুদ্রায় বিপন্নপ্রজাতির ওই টুনাটির দাম পড়েছে প্রায় ২৬ কোটি টাকা।