২২ রোটারি ক্লাবের সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম সম্পন্ন

28

রোটারি ৩২৮২ জেলা কর্ণফুলী জোনের ২২টি ক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপি ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা গত শুক্রবার সেমিনারের মাধ্যমে শেষ হয়েছে। বিকাল ৫টায় চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে রোটারিয়ান হাসিনা আকতার লিপির সঞ্চালনায় কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী । প্রধান অতিথি তার বক্তব্যে ডেঙ্গু বিষয়ে সচেতনতা চালানোয় রোটারিয়ানদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এবিষয়ে আরো বেশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য আহবান জানান। ভবিষ্যতে যাতে ডেঙ্গু বিস্তার না করতে পারে সে ব্যাপারে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি চট্টগ্রামের ২২টি ক্লাবের একযোগে ডেঙ্গু নির্মূল অভিযানে কার্যক্রম পরিচালনাকে ইতিবাচক বলে মন্তব্য করে বলেন এর মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র যেমন উপকৃত হবে তেমনি রোটারিতে সহমর্মিতার ভিত্তিও শক্ত হবে। অনুষ্ঠানে ধন্যবাদমূলক বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব চিটাগাং পাইওনিয়ার এর সদস্য রোটারিয়ান সুদীপ কুমার চন্দ। বক্তব্য রাখেন রোটারিয়ান প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, রোটারিয়ান পিপি মুনিরুজ্জামান, রোটারিয়ান ফয়জুল কবির চৌধুরী, রোটারিয়ান অধ্যাপক জাকারিয়া এবং রোটারিয়ান কামরুল ইসলাম, আবুল কালাম আজাদ। এসময় রোটারিয়ানদের সপ্তাহব্যাপি ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণার একটি ভিডিও চিত্র প্রদর্শণ করা হয়। পুরো কার্যক্রমে অংশগ্রহণকারী ক্লাবগুলো- ডাউন টাউন, হিল টাউন, সিটি, কমার্শিয়াল সিটি, ইস্ট, পাইওনিয়ার, রোজ গার্ডেন, ওয়াটার ফল, এলিগেন্স, বে-ভিউ, আগ্রাবাদ, কসমোপলিটন, এনশিয়েন্ট চিটাগং, এলিট, হেরিটেইজ, হিলসিটি, মেরিনসিটি, নর্থ, পোর্টসিটি, বেঙ্গলসিটি, সাগরিকা ও সাউথ। এর আগের ৬দিন উদ্যোগের অংশ হিসেবে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি