২২ জানুয়ারি থিয়েটার ইনিস্টিউটে মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের নাটক ‘ডাকঘর’

25

পূর্বদেশ অনলাইন
আগামী ২২ জানুয়ারি’২৩ রোববার মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের নতুন প্রযোজনা কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য সাংকেতিক নাটক ‘ডাকঘর’ বিকেল ৫টা এবং সন্ধ্যা ৭টায় পরপর ২টি মঞ্চায়ন থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম এর ‘ল্যাবরেটরী হলে’ মঞ্চায়ন হবে। এটি মঞ্চমুকুট এর ২১তম প্রযোজনা। এ নাটকের নির্দিশনায় আছেন সুচরিত খোকন। আলোক পরিকল্পনায় আছেন উপমহাদেশের প্রখ্যাত লাইট ডিজাইনার ঠান্ডু রায়হান। আবহ পরিকল্পনায় আছেন দেবাশীষ রায়। ‘ডাকঘর’ নাটকের অভিনেতা, অভিনেত্রী এবং নেপথ্যে কর্মীরা হলেন যথাক্রমে- মহাশ্বেতা দাশগুপ্তা, মোঃ শহিদুল আলম, মৌরিন দাশ, পার্থ প্রতিম মহাজন, বিরাজ সরকার, স্বরুপ বসাক, ছন্দা দাশ, অর্ণব রায়, মোঃ অলিউর রহমান, সাথী চক্রবর্তী, রিয়া চৌধুরী এবং সুচরিত খোকন।