২২ ওয়ার্ডের অবস্থা জেনেছে রিভিউ কমিটি

21

নিজস্ব প্রতিবেদক

মহানগর আওয়ামী লীগের আওতাধীন ১-২২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক তথ্য জানতে মতবিনিময় সভা করেছে রিভিউ কমিটি। গতকাল সন্ধ্যায় দামপাড়াস্থ নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে তাঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক সমস্যা সম্পর্কে রিভিউ কমিটির নেতাদের অবহিত করেন ওয়ার্ড নেতারা। সেখানে পাওয়া তথ্য উপাত্ত, অভিযোগ যাচাই-বাছাই করে কেন্দ্রের কাছে প্রতিবেদন দেয়া হবে। আজ সন্ধ্যায় নগর আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল আলম দোভাষের ফিরিঙ্গিবাজারস্থ বাসভবনে ২৩-৪৪ নম্বর ওয়ার্ডের নেতাদের নিয়ে মতবিনিময় করবেন রিভিউ কমিটির নেতারা।
গতকাল অনুষ্ঠিত সভায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি নঈমুদ্দিন চৌধুরী, জহিরুল আলম দোভাষ, সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহŸায়ক, যুগ্ম আহŸায়করা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ পূর্বদেশকে বলেন, ‘সভায় আমি ছিলাম না, তবে যতটুকু জেনেছি তৃণমূলের ওয়ার্ডগুলোর অবস্থা জানতেই মূলত এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতদিন ধরে চলে আসা ইউনিট সম্মেলন নিয়ে কোনো অভিযোগ আছে কিনা তা জেনেছেন নেতারা। এককথায় ২২ ওয়ার্ডের সাংগঠনিক চিত্র উঠে এসেছে। কিছু সমস্যা নেতারা তাৎক্ষণিক সমাধান দিয়েছেন। যেগুলো নিয়ে জটিলতা আছে সেগুলো ১৫ তদারকি কমিটি সমাধান করবে।’
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বলেন, শুধুমাত্র রিভিউ কমিটির ছয় নেতা ১-২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় করেছেন। এতে ওয়ার্ড নেতাদের কাছ থেকে সাংগঠনিক তথ্য নিয়েছেন তারা। দ্বিতীয় দিনের সভা শেষে ওয়ার্ড নেতাদের কাছ থেকে পাওয়া তথ্য জানানো হবে।