২১ জনের চকবাজারে আজ হাসবে কে? উপ-নির্বাচনে ভোট

25

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন চকবাজার ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের উপ-নির্বাচন আজ। প্রয়াত কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর চেয়ারে কে বসছেন তা নিশ্চিত হওয়া যাবে রাতে। কিন্তু তার আগেই দিনভর ভোটযুদ্ধে মাঠে থাকবেন বিএনপি সমর্থিত এক ও আওয়ামী লীগ সমর্থিত ২০ প্রার্থী। ১৫ ভোটকেন্দ্রের ৮৬ বুথে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৩২ হাজার ৪১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
ইভিএমে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচন সুষ্ঠু হবে বলেই জানিয়েছেন নির্বাচন কমিশন। চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন পূর্বদেশকে বলেন, ভোটের পরিবেশ খুব ভালো আছে। ইতোমধ্যে মক ভোটিং অনুষ্ঠিত হয়েছে। ভোটের আগে ও পরে নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে পাঁচজন ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেই। সাধারণ ও গুরুত্বপূর্ণ মিলিয়ে প্রতি ভোটকেন্দ্রের নিরাপত্তায় ১৬-১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে। কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ কর্মকর্তারা পৌঁছে গেছেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, ১৬নং চকবাজার ওয়ার্ডে ১৫টি ভোটকেন্দ্রের ৮৬টি বুথে ৩২ হাজার ৪১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন ও নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন। ভোটগ্রহণে ১৫ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৮৬ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১৭২ জন পোলিং কর্মকর্তা নিয়োজিত থাকবেন। এছাড়াও ৮৬ বুথে প্রতি প্রার্থীর একজন করে এক হাজার ৮০৬ জন এজেন্ট থাকবেন।
নানা আশঙ্কার বিষয় মাথায় রেখেই ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী মাঠের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবেন পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে চারজন পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার, লাঠি হাতে ছয়জন পুরুষ ও চারজন মহিলা আনসার দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে থাকবেন ১৮ জন সদস্য।
নির্বাচনে অংশ নেয়া বিএনপি সমর্থিত প্রার্থী এ.কে.এম সালাউদ্দিন কাউসার লাভু (হেডফোন) ছাড়া ২০ প্রার্থীই আওয়ামী লীগ সমর্থিত। এরা হলেন- মোহাম্মদ আবুল কালাম চৌধুরী (সূর্যমুখী ফুল), মোহাম্মদ সেলিম রহমান (ঠেলাগাড়ি), মোহাম্মদ দেলোয়ার হোসাইন (রেডিও), মোহাম্মদ নোমান চৌধুরী (ট্রাক্টর), মো. শাহেদুল আজম শাকিল (ক্যাপ), মেহেরুন্নিছা খানম (ড্রেসিং টেবিল), মো. নূর মোস্তফা টিনু (মিষ্টি কুমড়া), মোহাম্মদ নাজিম উদ্দিন (কাচি), কাজী মুহাম্মদ ইমরান (লাটিম), মো. আলী আকবর হোসেন চৌধুরী (কাঁটা চামচ), মোহাম্মদ নুরুল হুদা (ঝুড়ি), মো. আবদুর রউফ (ব্যাটমিন্টন র‌্যাকেট), মো. সামশেদ নেওয়াজ (ঘুড়ি), মমতাজ খান (পান পাতা), শওকত ওসমান (এয়ার কন্ডিশনার), মোহাম্মদ রুবেল ছিদ্দিকী (করাত), মো. আজিজুর রহমান (হেলমেট), মোহাম্মদ জাবেদ (স্ট্রবেরি), মো. আলাউদ্দিন (টিফিন ক্যারিয়ার), কায়সার আহমদ (প্রদীপ)।