২০ অক্টোবরের মধ্যেই খুলছে চবি

12

চবি প্রতিনিধি

আগামী ২০ অক্টোবরের মধ্যেই খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। তবে প্রথম ডোজ দেওয়া সাপেক্ষে এই সিদ্ধান্ত চ‚ড়ান্ত করা হবে। গতকাল বৃহস্পতিবার সিন্ডিকেটের এক্সট্রা অর্ডিনারি সভায় এ নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সিন্ডিকেটের এক্সট্রা অর্ডিনারি বৈঠক ছিলো। সেখানে ক্যাম্পাস খোলার বিষয়ে আলোচনা হয়েছে। এক ডোজ টিকা দেওয়া সাপেক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের খোলার বিষয়ে একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিকট ৪৮ হাজার টিকা চেয়ে আবেদন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, অনলাইন জরিপের তথ্যমতে বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। বাকিদের নিশ্চিত করতে আরও ৪৮ হাজার টিকা দরকার। আর শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের টিকা গ্রহণ নিশ্চিত হলেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।