২০৩০ সালের আগেই দেশ অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাবে

63

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সকলকে বাদ না দিয়ে সবাইকে অন্তর্ভুক্ত করে এগিয়ে যাওয়ায় হচ্ছে টেকসই উন্নয়ন তথা এসডিজি’র প্রধান লক্ষ্য। কারোর সহায়তা নয়, নিজের শক্তিতে এসডিজির লক্ষ্য সমূহ বাস্তবায়ন করতে হবে। এ লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশের অর্থনৈতিক উন্নয়ন কর্মযজ্ঞ। এ ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালের আগেই বাংলাদেশ তার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে মেয়র প্রত্যাশা করেন।
তিনি গতকাল শনিবার সকালে হোটেল রেডিসন ব্লু-তে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান রেফিউজি এন্ড মাইগ্রেটারি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) আয়োজিত ‘ইনকর্পোরশেন এসডিজি ইনটু চট্টগ্রাম সিটি ডেভেলপমেন্ট প্ল্যান’ বিষয়ক পলিসি ডায়লগ এর সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর রামরু সংস্থার চেয়ারম্যান অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী, স্থপতি জেরিনা হোসাইন।
শিক্ষা প্রকল্প কার্যক্রম হাতে নিয়েছে। এছাড়াও সিটি কর্পোরেশনের অন্যান্য গৃহীত ও বাস্তবায়িত কর্মসূচি সমূহ এসডিজির লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। খবর বিজ্ঞপ্তির