২০২৮ অলিম্পিকে ক্রিকেট?

4

২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবে অলিম্পিক মহাযজ্ঞ। যেখানে ক্রিকেট অন্তর্ভুক্তির জন্য জোর চেষ্টা চালিয়ে সফলতার আরও কাছাকাছি আইসিসি। আসরে যুক্ত হতে পারে এমন ৯টি ইভেন্টের সংক্ষিপ্ত তালিকায় আছে ক্রিকেট। সংক্ষিপ্ত তালিকায় থাকা বাকি খেলাগুলো হল-বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস, ব্রেক ডান্সিং, কারাতে, কিক বক্সিং, স্কোয়াশ এবং মোটরস্পোর্ট।
সবকিছু ঠিক থাকলে ১২৮ বছর পর অলিম্পিকে ফিরবে ক্রিকেট। সবশেষ ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে খেলাটির দেখা মিলেছিল। চলতি বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ফিরেছে ক্রিকেট। ১৯৯৮ সালে শুধুমাত্র ছেলেদের ক্রিকেট হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। পরে মেয়েদের ক্রিকেট যুক্ত হয়। ২০১৮ সালে ক্রিকেট বাদ দেয়া হলেও এবার শুধু মেয়েদের টি-টুয়েন্টি ফরম্যাটের খেলা ফেরানো হয়েছে। কমনওয়েলথ গেমসের ধারাবাহিকতায় অলিম্পিকেও ক্রিকেট ফেরাতে আশাবাদী আইসিসি।