২০০ মিলিয়নে সৌদির ক্লাবে গেলেন রোনালদো

13

বিশ্বকাপ শুরুর ৩-৪ দিন আগে ক্লাব ও কোচকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিক্রিয়াটাও এসেছে খুব দ্রæত। বিশ্বকাপের মাঝামাঝি সময়েই পর্তুগিজ তারকাকে ছেড়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন ঠিকানা খুঁজতে দেরিই করেননি রোনালদোও। আগামী জানুয়ারি থেকে সৌদির ক্লাব আল নাসেরে খেলবেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। আল নাসেরের সঙ্গে রোনালদোর চুক্তিটা হয়েছে আড়াই বছরের। চুক্তি অনুযায়ী, সৌদির এ ক্লাবটি থেকে প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন ইউরো আয় করবেন তিনি। সোমবার চুক্তির বিষয়টিতে সম্মত হয়েছে দুপক্ষ, জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। প্রতিযোগিতায় কাছাকাছি থাকা নেইমার ও মেসির আয় যথাক্রমে ৭০ ও ৭৫ মিলিয়ন ইউরো। সুতরাং এ তালিকায় রোনালদোর আশপাশেও জায়গা হচ্ছে না কারো।