২০টি সোনার বারসহ দুবাইফেরত যাত্রী গ্রেপ্তার

9

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০টি সোনার বারসহ একজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল রবিবার সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা যাত্রী অহিদুল আলমকে (৩০) আটক করা হয়। অহিদুল আলম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার স্থায়ী বাসিন্দা, তিনি দুবাইয়ে থাকেন।
বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, অহিদুল আলমের জ্যাকেটের ভেতর কৌশলে ২০টি সোনার বার লুকানো ছিল। তার দেহ তল্লাশি চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়। প্রতি তিন-চার মাস পরপর তিনি দেশে আসেন। বিমানটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু অহিদুল আলম চট্টগ্রামের বাসিন্দা হওয়া স্বত্তে¡ও এই বিমানে ঢাকায় যাচ্ছিলেন। সম্ভবত সোনার বারগুলো ঢাকায় পৌঁছে দেওয়া তার উদ্দেশ্য ছিল। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে’।উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ দুই কেজি ৩৪০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা বলে শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিডিনিউজের