১ মেয়র ও ৪ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

39

নিজস্ব প্রতিবেদক

বোয়ালখালী পৌরসভার মেয়র ও সন্দ্বীপের চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। এসব পদে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বোয়ালখালী পৌরসভায় মেয়র পদে নির্বাচন না হলেও সংরক্ষিত কাউন্সিলর পদে আটজন ও সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে সন্দ্বীপে ১২টি ইউনিয়নের মধ্যে চারটি ছাড়া বাকি ৮টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ২০ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৯৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন পূর্বদেশকে বলেন, ‘স›দ্বীপের চারটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ পদে নির্বাচন হবে না। বোয়ালখালীতেও মেয়র পদে নির্বাচন হবে না। বাকি সব পদে নির্বাচন হবে। ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রেই নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে।’
জানা যায়, বোয়ালখালী পৌরসভায় বিনাভোটে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জহুরুল ইসলাম। এ পৌরসভায় মেয়র পদে নির্বাচন হবে না। তবে সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৪টি ভোটকেন্দ্রের ১৪৯টি কক্ষে ৫৬ হাজার ২৮২ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ২৯ হাজার ২৯২ জন ও নারী ভোটার ২৬ হাজার ৯৯০ জন।
সন্দ্বীপের মগধরা, বাউরিয়া, মুছাপুর, মাইটভাঙ্গা, সারিকাইত, হারামিয়া, গাছুয়া, সন্তোষপুর, আমানউল্লাহ, হরিশপুর, রহমতপুর, আজিমপুর ইউনিয়নে ভোটগ্রহণ হবে আজ। এরমধ্যে বাউরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জিল্লুর রহমান, মগধরায় মো. আনোয়ার হোসেন, সারিকাইতে ফখরুল ইসলাম পনির ও হারামিয়ায় মো. জসিম উদ্দিন বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হবে না। তবে সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে যথারীতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সন্দ্বীপের ১২ ইউনিয়নে ১১৯ ভোটকেন্দ্রের ৫১২টি কক্ষে এক লক্ষ ৬২ হাজার ৬৪৫ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৪৯০ জন ও নারী ভোটার ৮১ হাজার ১১৫ জন।
সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের নাদিম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইদ্রিছ আলম, আজিমপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আজিজ উল্লাহ, স্বতন্ত্র প্রার্থী মাকছুদুর রহমান, মো. রকি, হরিশপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আবুল কাশেম মোল্লা, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রহিম, মাইটভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসমাইল হোসেন মনি, গাছুয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আবু হেনা, স্বতন্ত্র মো. মফিজুর রহমান, আমানউল্লাহ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মাহবুল আলম নওশাদ, স্বতন্ত্র প্রার্থী মো. সাহাদাত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফুল ইসলাম, সন্তোষপুরে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন জাফর, স্বতন্ত্র মো. ফজলুল করিম, আবদুর রহিম, রহমতপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. ফরিদুল মাওলা, স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান বেলাল, হাসানুজ্জামান মামুন একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।