১৮ বছর পর টাইগার টপ অর্ডারের এমন ব্যাটিং

18

ইনিংস ওভার ১০০ ও উইকেটের পতন মাত্র দুটি! টেস্ট ক্রিকেটের টপ অর্ডারের বাংলাদেশের এমন আদর্শ ব্যাটিংয়ের চিত্র দেখা গিয়েছিল আজ থেকে ১৮ বছর আগে, পাকিস্তানের মাটিতে। সাদা পোশাকের ব্যাটিংয়ে বাংলাদেশের এমন রেকর্ড এর আগে দেখা গিয়েছিল ২০০৩ সালে, পেশওয়ার টেস্টে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। সেই টেস্টেও ১০০ ওভার শেষে কেবল দুটি উইকেটের পতন হয়েছিল লাল সবুজের দলের। চির স্মরণীয় সেই ম্যাচের জুটিতে ছিলেন হাবিবুল বাশার ও জাবেদ ওমর।
ওপেনার হান্নান সরকার ইনিংসের শুরুতে মাত্র ৬ রানেই ড্রেসিংরুমে ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে হাবিবুল বাশার সুমন ও জাবেদ ওমর বেলিম ৬০ ওভারের বেশি ব্যাটিংয়ে গড়েন ১৬৭ রানের জুটি। অবশেষে ৯৭ রানে হাবিবুলের বিদায়ের মধ্য দিয়ে সেই জুটিচ্ছেদ হয়। এরপর জাবেদ ও মোহাম্মদ আশরাফুলের জুটি ১০০ ওভার ছাড়িয়ে এগিয়ে নেয় বাংলাদেশকে। ১১৯ রান করা জাবেদের বিদায়ে বাংলাদেশ তৃতীয় উইকেট হারায় ১২২তম ওভারে। প্রায় দেড় যুগের পর আবারও সেই চিত্র ফেরালেন বাংলাদেশের দুই টপ অর্ডার মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।