১৮ বছরে গ্রেটা

12

পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গের বয়স ১৮ বছর পূর্ণ হলো। রবিবার ১৮ বছর বয়স পূর্ণ হয় ২০০৩ সালের ৩ জানুয়ারি জন্মগ্রহণ করা সুইডিশ এই কন্যার। স্কুল পালিয়ে জলবায়ু পরিবর্তন রুখতে আন্তর্জাতিক আন্দোলনের প্রতীক হয়ে ওঠে সে। জন্মদিন উপলক্ষ্যে টুইট বার্তায় গ্রেটা সব শুভাকাক্সক্ষীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, অবশেষে আমি মুক্ত! আজ রাতে তোমরা আমাকে স্থানীয় বারে জলবায়ুর পেছনের সব অন্ধকার, স্কুল ধর্মঘট এবং আমার অশুভ নিয়ন্ত্রক যারা আমাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না তাদের সম্পর্কে রহস্য প্রকাশ করতে দেখবে।
সুইডেনের স্কুলছাত্রী গ্রেটা থুনবার্গ ১৫ বছর বয়সে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সুইডেন সংসদের বাইরে প্রতিবাদ শুরু করেন। তখন থেকে তিনি জলবায়ু কর্মী হিসেবে পরিচিতি পান।