১৮শ ব্যাগ জিরাসহ ৯৭ লট পণ্যের নিলাম আজ

12

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম কাস্টমসে কোটি টাকা মূল্যের ১৮শ ব্যাগ জিরাসহ ৯৭ লট পণ্যের নিলাম হতে যাচ্ছে আজ। এবারের নিলামে ২৩ লাখ ৭৮ হাজার ৭৬২ টাকার জাপানি টয়োটা মাইক্রোবাস, ২১ লাখ ৩৩ হাজার ৮৫৬ টাকার নিশান মাইক্রোবাস, ৭১ লাখ ৯৮ হাজার ৩০৪ টাকার নিশান এটলাস পিকআপ, ৭৯ লাখ ৮১ হাজার ৪৫৬ টাকার ক্রেন, ১ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ১৭৯ টাকার টয়োটা ভ্যানগার্ড জিপ, ১৮ লাখ ১৫ হাজার ৯৬৯ টাকার অ্যাম্বুলেন্স, ৩৩ লাখ ৫১ হাজার ১৬৭ টাকার নিশান-এইচটি৩২ মডেলের গাড়ি নিলামে তোলা হচ্ছে।
চট্টগ্রাম কাস্টমসের তথ্য মতে, বৃহস্পতিবার কাস্টমসের নিলামে ১ হাজার ৯৭১ রোল ফেব্রিক্স পণ্য, ৩৯ হাজার পিস জেন্টস আন্ডারওয়্যার, ৫৭০ রোল ডাবল সাইডেড ফ্লানরেল, ৯১ পিস জংধরা ড্রাম, ৭১৬ মিটার নাইলনের দড়ি, ২ হাজার ২৭৬ কার্টন কার্বোনেটেড ড্রিংকস, ৪ হাজার ৫৫০ কার্টন ফ্রুট ড্রিংক্স, ১ হাজার ৫৫ বক্স চকলেট, ৩ বাল্ক মেটাল এঙ্গেল, ১০০ কার্টন সুইচ সকেট, ৫২০ ব্যাগ যব, ৩৪০ পিস বনেট, ৬৫০ কেজি ওজনের স্টিল রেক, ৫৩০ কেজি আয়রন রোপ, ৯ টন আয়রন স্ক্যাপ, ৫শ কেজি ওজনের আয়রন প্লেট, ১ হাজার ১৩০ মিটার ওয়্যার রোপ, দুই ইউনিট পেট্রোল জেনারেটর, ১৫২ কেজি সালফিউরিক এসিড, ২ হাজার ১০ কেজি ওজনের টেক্সটাইল কেমিক্যাল, ১৫ হাজার ৫শ কেজি ড্রাগন ফল, ১ কন্টেইনার জিংক অক্সাইড, ৭ কার্টন পেপার ট্যাগ, ১ কার্টন ল্যাবরেটরি পণ্য, ৯ হাজার কার্টন জুস, ১ হাজার ৩২৭ কার্টন হ্যান্ড সেনিটাইজার পণ্য, ১১ ইউনিট ইলেকট্রিক বেহিক্যাল, ৭৭০ কার্টন গ্যাস স্টোভ পার্টস, ১ হাজার ৩৭ কার্টন রেডিমেড গার্মেন্টস পণ্য, ১৭৪ কার্টন মেশিনারি পণ্য নিলামে উঠছে। এছাড়া ৭২ লাখ ৬০ হাজার টাকার বড় ও ছোট সাইজের টায়ার, ২ ইউনিট ইঞ্জিন, ৫০ লাখ ২১ হাজার ৫১৪ টাকার কোরিয়ান গøাস আর্ট পেপার, ৫ কার্টন প্লাস্টিকের খেলনা, ২৫ লাখ ৭ হাজার ৩৮২ টাকার ফসফরিক এসিড, ১০ ড্রাম প্যারাফিন, ১৬ কার্টন ম্যান পোলো শার্ট, ২ হাজার ১৬৪ পিস সুয়েটার, ২ হাজার ৭১৪ পিস ট্রাউজার, ২ হাজার ৩৫৮ পিস হুড, ৭১৩ পিস টি-শার্ট, ২৬৪ পিস লেডি টি-শার্ট, ১১শ ৭৩ পিস বেবি ফ্রগ, ৮৫৪ পিস বেবি ট্রাউজার, ২০৬ পিসে বেবি টি-শার্ট, ৩৩৬ পিস শর্টস, ১০ কার্টন চশমা, ৫ কার্চন সানগøাস, ২ কার্টন বেবি সানগøাস, ৯ লাখ ৮৯ হাজার টাকার কমপ্রেসর, ৯৮ লাখ ৬৪ হাজার ৩৪৩ টাকার প্যাসেঞ্জার লিফট, ৪৭ লাখ ৫০ হাজার ৬৭৪ টাকার এক্সকেভেটর, ৭৪ লাখ ৩৬ হাজার ৫৯৯ টাকার টেক্সটাইল মেশিন, ৫ সেট প্রিন্টিং মেশিন, ৮ কার্টন এফ্রোন, ১১২ পিস টায়ার, ১২ কার্টন পলিব্যাগ, ৯ হাজার ১১০ কেজি ওজনের স্টিল মেটাল স্ক্রাপ, ৪ কার্টন রেডিমেড গার্মেন্টস পণ্য, ৫৫ রোল ক্রাফট লাইনার পেপার, ১৮শ ব্যাগ জিরা ও ৪শ কেজি কটন ইয়ার্ন পণ্য উঠবে নিলামে।
কাস্টম কর্মকর্তারা জানান, এর আগে গত ১৪ থেকে ১৬ নভেম্বর নিলামের জন্য দরপত্র আহŸান করা হয়েছিল। গতকাল বুধবার দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে টেন্ডার বক্সে দরপত্র জমা দেয়ার সুযোগ ছিল। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় দরপত্র খোলা হবে।
চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার (নিলাম শাখা) আলী রেজা হায়দার বলেন, ধারাবাহিকভাবে প্রতি মাসেই বিভিন্ন পণ্য নিলামে তোলা হচ্ছে। সেই হিসেবে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় দরপত্র খোলা হবে। এছাড়া বন্দরে পণ্য ও কন্টেইনার জট কমাতে আমরা প্রতি মাসে দুই থেকে তিনটি নিলাম ডাকার চেষ্টা করি।