১৭ মার্চ বীজন নাট্য গোষ্ঠীর নাটক ‘শিখা চিরন্তন’

22

পূর্বদেশ অনলাইন
অদিতি সংগীত নিকেতনের আয়োজনে প্রতি বছর বসন্ত উৎসব উদযাপন করা হয়। সেই ধারাবাহিকতায় এ বছর ১৬, ১৭ ও ১৮ মার্চ চট্টগ্রাম সিটির উত্তর কাট্টলী ইশান মহাজন এলাকায় তিন দিন ব্যাপী বসন্ত উৎসব ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আবৃত্তি, দলীয় সঙ্গীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই উৎসবে বীজন নাট্য গোষ্ঠীর নিয়মিত প্রযোজনা ‘শিখা চিরন্তন’ শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ছয়টায় মঞ্চস্থ হবে। নাটকটিতে ভাষা আন্দোল থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অবদান, ১৯৭৫ পরবর্তী বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা ও তার অবদান অস্বীকার করার ষড়যন্ত্রের বিষয় তুলে ধরা হয়েছে। দীপক চৌধুরীর রচনায় ও মোশাররফ ভূঁইয়া পলাশের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করবেন সায়েম উদ্দিন, মোহাম্মদ রাশেদুল হাছান, আবদুল মান্নান, উম্মে কুলসুম কেয়া, রহিমা আক্তার প্রমা, জান্নাতুল ফেরদৌস দৃষ্টি, সৌরভ পাল ও মোশারফ ভূঁইয়া পলাশ।