১৬ বছরের সেই ‘বিস্ময় বালক’ পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলে!

9

অস্ট্রেলিয়া সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন পাকিস্তানের ১৬ বছর বয়সী এক পেসার। এত কম বয়সে অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ক্রিকেটারের খেলার নজির ছিল না। ব্রিসবেন টেস্টে অভিষেক হয়ে যে রেকর্ডটা নিজের করে নিয়েছেন নাসিম শাহ। জাতীয় দল ঘুরে এই ‘বিস্ময় বালক’ যোগ দিতে যাচ্ছেন পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে। অস্ট্রেলিয়া সফরে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তানের সামনের সিরিজ ঘরের মাঠে। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে না খেলিয়ে নাসিমকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য তৈরি করতে চান কোচ ইজাজ আহমেদ।
এই খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার জন্য জাতীয় দলের প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ-উল-হককে অনুরোধ জানাবেন ইজাজ। পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান বলেছেন, ‘সে (নাসিম) আমার প্রধান অস্ত্র এবং (অনূর্ধ্ব-১৯) বিশ্বকাপে তাকে আমার দরকার।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমার মতে নাসিমকে নিউজিল্যান্ড, ইংল্যান্ড কিংবা এই ধরনের কন্ডিশনে ব্যবহার করা উচিত। দক্ষিণ আফ্রিকায় আমাদের গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট অপেক্ষা করছে। এজন্য আমি মিসবাহকে অনুরোধ করব তাকে ছেড়ে দেওয়ার জন্য।’