১৬৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো রেলওয়ে

8

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক আয়োজিত গণশুনানিতে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে ভাড়া দিচ্ছেন এক কর্মকর্তা এ মর্মে একটি অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রেলওয়ের ভূ-সম্পতি বিভাগ।
গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৬৮টি অবৈধ সেমিপাকা ঘর, দোকান, ৩টি কলোনি উচ্ছেদের পাশাপাশি ৬৪ জন দখলদারকে বিতাড়িত করে শূন্য দশমিক ২৪ একর জমি উদ্ধার করা হয়। জানা গেছে, গত ৩ আগস্ট দুদকের গণশুনানিতে অভিযোগ উঠে, আইস ফ্যাক্টরি রোডের রেলওয়ে কলোনিতে বাসা নম্বর টি/৭৫ সংলগ্ন এলাকায় গড়ে তোলা হয়েছে বেশ কিছু অবৈধ দোকানপাট ও বাসাবাড়ি। যা ভাড়া দিয়ে ফায়দা লুটছেন রেলওয়ের হিসাব রক্ষক (পাহাড়তলী/সংস্থাপন) মো. শাহাদাত হোসেন রুমেল। এ অভিযোগের প্রেক্ষিতে আইস ফ্যাক্টরি রোডে অভিযান পরিচালনা করে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ। সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ১৬৮টির বেশি কাঁচা ও সেমিপাকা ঘর উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের হিসাব কর্মকর্তা রুমেলসহ প্রায় ৬৪ জন অবৈধ দখলদারকে বিতাড়িত করেছে ভূ-সম্পত্তি বিভাগ। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পতি কর্মকর্তা সুজন চৌধুরী বলেন, দুদকের গণশুনানিতে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে আজকে (মঙ্গলবার) ওই স্থানে অভিযান পরিচালনা করে ৬৪ জন দখলদারকে বিতাড়িত করে শূন্য দশমিক ২৪ এখন জায়গা উদ্ধার করা হয়েছে। রেলওয়ের অবৈধ দখলকৃত জায়গা উদ্ধারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।