১৫ মামলায় ১৫৭ গাড়ি আটক

8

নিজস্ব প্রতিবেদক

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় সড়কে বিশৃঙ্খলা ও সড়ক আইন অমান্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ। গত ১ জানুয়ারি থেকে গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পর্যন্ত চালানো অভিযানে ১৫টি মামলা ও ১৫৭টি গাড়ি আটক করে ডাম্পিংয়ে প্রেরণ করা হয়েছে।
ট্রাফিক পুলিশের মোহরা অঞ্চলের পরিদর্শক (টিআই) মোশাররফ হোসেন পূর্বদেশকে জানান, অভিযানে ১০৮ গ্রাম সিএনজিচালিত অটোরিকশা, ২৩টি সবুজ টেম্পু ও মাহিন্দ্রা, ২১টি ব্যাটারিচালিত অটোরিকশা, পাঁচটি ট্রাক ও কাভার্ডভ্যান মিলিয়ে ১৫৭টি গাড়ি জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। এসময়ে ১৫টি পরিবহনের বিরুদ্ধে সড়ক আইনে মামলা দায়ের হয়। তিনি আরও জানান, সড়ক আইন অমান্যের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হয়। উপ-কমিশনার জয়নুল আবেদিনের নির্দেশনায় অবৈধ গাড়ির বিরুদ্ধে মাসব্যাপী অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ১৫৭টি গাড়ি জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। এছাড়া এখানে ভ‚ঁইফোড় সংগঠনের নাম দিয়ে দীর্ঘদিন ধরে সিএনজিচালিত অটোরিকশায় টোকেন বিক্রি করে আসছে সংঘবদ্ধ চক্র। তা এখন কঠোরভাবে দমন করা হচ্ছে। ট্রাফিক বিভাগ টোকেনের বিষয়ে জিরো টলারেন্সে থাকবে। জনবল সংকটসহ নানা কারণে সব জায়গায় সবসময় অভিযান পরিচালনা করা সম্ভব হয়ে উঠে না। এরপরও অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া অব্যাহত রাখা হয়েছে।