১৫ জুনের ইউপি নির্বাচনে ৬৬ দশমিক ৯২ শতাংশ ভোট পড়েছে: ইসি

27

পূর্বদেশ ডেস্ক

১৫ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৬৬ দশমিক ৯২ শতাংশ ভোট পড়েছে। দেশের ১৩১টি ইউপিতে অনুষ্ঠিত এ নির্বাচনে ২৩ লাখ ৮৭ হাজার ৫৪০ ভোটারের মধ্যে ১৫ লাখ ৯৭ হাজার ৭৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সমন্বিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। খবর বাংলা ট্রিবিউনের
এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ৬৮ ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছে ৬১টি ইউপিতে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। একটি ইউনিয়নের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।