১৫টি অবৈধ রিকশা জব্দ, ৮০ হাজার টাকা জরিমানা

26

সিটি মেয়রের স্বাক্ষর নকল করে নগরীতে রিকশায় জাল নাম্বার প্লেট ব্যবহার করা হচ্ছে। গতকাল নগরীর ইপিজেড এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন জাল নাম্বার প্লেটসহ ১৫টি রিকশা জব্দ করা হয়। এছাড়াও এসময় মোট ২৫টি অবৈধ রিকশার টায়ার টিউব কেটে দেয় ভ্রাম্যমাণ আদালত। গতকাল এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট আফিয়া আখতারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নগরীর ইপিজেড এলাকার বিমানবন্দর সড়কে অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হয়। ফুটপাতে মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় জান্নাত ফার্নিচারকে ১০ হাজার, বিল এইচ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসকে ১০ হাজার, জননী ফার্নিচারকে ৫ হাজার, মোহছেন আউলিয়া ফার্নিচারকে ৫ হাজার, সিরাজ এন্ড ব্রাদার্সকে ৫ হাজার, আলী শাহ ট্রেডার্সকে ৫ হাজার, আজমির বাণিজ্যালয়কে ৫ হাজার, শাহ আমির বাণিজ্যালয়কে ৫ হাজার, নাইম স্টোরকে ৫ হাজার টাকা, মদিনা ফার্নিচারকে ৫ হাজার, মনি ফরেন ফার্নিচারকে ৫ হাজার, মেসার্স রাব্বি স্টোরকে ৫ হাজার, ফারুক স্টোরকে ৫ হাজার, সবজি ভান্ডারকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।