১৪ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

23

রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনুমোদনহীন ও নকল ওষুধ বিক্রি এবং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে ১৪টি প্রতিষ্ঠানকে এক লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকার সোমবার রাঙ্গুনিয়ার একাধিক এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। একই সাথে প্রতিষ্ঠানগুলো থেকে অনুমোদনহীন ও নকল ওষুধ জব্দ করা হয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত¡াবধায়ক কামরুল হাসান। তিনি বলেন, অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে বিভিন্ন দেশে থেকে আনা অবৈধ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি কিছু প্রতিষ্ঠান নকল ওষুধ বিক্রি ও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করছে। এসব অপরাধে মনি ফার্মেসিকে দুই হাজার, চন্দ্রঘোনা মেডিকেল হলকে ২০ হাজার, বিশ্বাস মেডিকেল হলকে দুই হাজার, ইকবাল ফার্মেসিকে দুই হাজার, রাঙ্গুনিয়া ফার্মেসিকে দুই হাজার, কেয়ার মেডিকেল হলকে পাঁচ হাজার, নুরজাহান ফার্মেসিকে ১০ হাজার, নিউ বাহার ফার্মেসিকে ৫০ হাজার, জেনারেল মেডিকেল হলকে পাঁচ হাজার, ফিরোজা ফার্মেসিকে পাঁচ হাজার ও মায়া
ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।