১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের অভিযোগ

8

পেকুয়া প্রতিনিধি

পেকুয়ার লোকমান হাকিম ছিদ্দিকী (৩০) নামে এক ব্যক্তির মালিকানাধীন জমি দখল করে দেওয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় তিন প্রভাবশালীর বিরুদ্ধে। বরইতলী রাস্তার মাথা সংলগ্ন আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে ওই জমি দখলের পাঁয়তারা করছে অভিযুক্ত ব্যক্তিগণ। সোমবার (৩ মার্চ) সকালে বরইতলী নতুন রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের নতুন রাস্তার মাথা এলাকায় আবু ছিদ্দিকের ছেলে লোকমান হাকিম ছিদ্দিকী ও এরফান হাকিম ছিদ্দিকীর হারবাং মৌজায় বিএস ৫০১নং খতিয়ানে সৃজিত বিএস ৩৭৩৬নং খতিয়ানের ৫৪৭২ ও ৫৪৭৩ দাগের ৪ শতাংশ জমি রয়েছে। ওই জমিতে তিনি পাকা পিলার ও কাঁটা তার দিয়ে সীমানা প্রাচীর দিয়ে ভোগ দখল করে আসছেন।
তাদের ওই জায়গার সীমনা প্রাচীর ভেঙে স্থানীয় প্রভাবশালী হাসেম উদ্দীন, আলমগীর, মোঃ জুনাইদসহ আরও চার পাঁচ জন মিলে জমি দখল করে পাকা সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। কোনো উপায়ন্তর না পেয়ে লোকমান হাকিম ছিদ্দিকী ও এরফান হাকিম ছিদ্দিকী বাদি হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), কক্সবাজার আদালতে ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেন। আদালত কাউকে ওই জমিতে দখলে না যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেন। এ বিষয়ে হাসেম উদ্দীন মুঠোফোনে বলেন, এ জমি আমি খরিদাসূত্রে মালিক। দীর্ঘদিন যাবত আমার দখলে রয়েছে। আমার জমিতে আমি গাড়ি রাখছি। ১৪৪ ধারাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দেওয়াল নির্মাণের কাজ করার কথাও স্বীকার করেন তিনি। হারবাং পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক ( এসআই) আব্দুলাহ ফারুক বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নোটিশ জারি করেছি এবং বিজ্ঞ আদালতে হাজির হওয়ার জন্য পরামর্শ দিয়েছি।