১৪২৮ বাংলা মা মনসা দেবীর পূজা ও বলি সময়সূচি

34

বাংলাদেশ এস্ট্রলজাস সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় সভাপতি, কাঞ্চনা চারুপ্রভা সংস্কৃত কলেজের অধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ ননী গোপাল আচার্য ও পন্ডিতের মতামতে আগামী ১৩ আগস্ট অথবা ১৭ আগস্ট মা মনসা দেবীর পুজা ও বলি অনুষ্ঠিত হবে। আগামী ১৩ আগস্ট শুক্রবার পুজা ও বলি প্রথম সকাল ৮টা ৫৭ মিনিট মধ্য দ্বিতীয় ১২ টা১১ মিনিট গতে বেলা ১টা ৫১ মিনিটের মধ্যে। ১৭ আগস্ট মঙ্গলবার প্রথম পুজা ও বলি সকাল ৭টা ২২ মিনিট মধ্য, দ্বিতীয় বার পুজা ও বলি সকাল ৯টা ২৪ মিনিট গতে ১টা ৪৬ মিনিট মধ্যে সম্পন্ন হবে। ১৪২৮ বাংলা শ্রী শ্রী মা মনসা দেবীর পুজা ও বলি নিয়মাবলী চট্টগ্রাম নবগ্রহ মন্দির হতে প্রকাশিত। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, চসিক সাবেক মহিলা কাউন্সিলর, অধ্যাপিকা তপতী সেনগুপ্ত মৃত্যুতে বাংলাদেশ এস্ট্রলজাস সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ননী গোপাল আচার্য, কার্যকরী সভাপতি ড. শ্রীরাম আচার্য, মহাসচিব বিজয় শর্মা, উপদেষ্টা রতন আচার্য, অতিরিক্ত মহাসচিব এস কে আচার্য শ্যামল, যুগ্ম মহাসচিব লায়ন রিমন মুহুরী, পি এম কাছারি, চন্দ্ররাজ আচার্য, সুজন আচার্য, মিন্টু শর্মা এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।