১২ কোটি টাকার স্পট ঋণ বিতরণ করলো অগ্রণী ব্যাংক

12

 

অগ্রণী ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল ইসলাম বলেছেন, মহামারি করোনা পরিস্থিতির প্রভাব থেকে অর্থনৈতিক উত্তরণে অগ্রণী ব্যাংক সরকারি নির্দেশনা বাস্তবায়নে জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সরকারি প্রণোদনার ঋণ যথাযথভাবে সঠিক গ্রাহকের কাছে পৌঁছাতে এ ব্যাংকের কর্মীরা নিরলস পরিশ্রম করে চলেছেন। বিতরণকৃত ঋণের টাকা যাতে যথাযথভাবে ব্যবহৃত হয় এবং যথাসময়ে পরিশোধ করা যায় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে। তিনি গতকাল শনিবার নগরীর হোটেল আগ্রাবাদের হলরুমে ব্যাংকের চট্টগ্রাম সার্কেল কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ব্যাংকের শ্রেণিকৃত ও অবলোপনকৃত খেলাপি ঋণ আদায় এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ‘মিট দ্যা বরোয়ার’ এবং ‘মিট দ্যা ক্লায়েন্ট’ অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম সার্কেলের অধীন বিভিন্ন শাখার প্রায় ৭০ জন গ্রাহকের মধ্যে ১২ কোটি টাকার প্রণোদনা ও অন্যান্য ঋণ তাৎক্ষণিকভাবে (স্পট) বিতরণ করা হয়। একইসাথে ১০ জন গ্রাহকের কাছ থেকে খেলাপি ঋণ আদায় করা হয়। অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (চট্টগ্রাম সার্কেল) আশীষ কুমার মুহুরীর সভাপতিতে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (ক্রেডিট) ড. মো. আব্দুল্লাহ আল মামুন, মহাব্যবস্থাপক (চট্টগ্রাম সার্কেল) মো. মোজাম্মেল হোসেন, উপ মহাব্যবস্থাপক ভবেশ চাকমা। মতবিনিময় সভায় ব্যাংকের চট্টগ্রাম সার্কেলের অধীন বিভিন্ন শাখা ব্যবস্থাপক, সংশ্লিষ্ট গ্রাহক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি