১২০ ঘনফুট গোল কাঠ জব্দ

2

রাঙামাটি প্রতিসিধি

রাঙামাটি বিজিবি সেক্টরের অধীনেস্থ লংগদু উপজেলার গোলশাখালী রাজনগর ব্যাটালিয়নের (৩৭ বিজিবি) অভিযানে পরিত্যক্ত অবস্থায় অবৈধ ১২০ ঘনফুট সেগুন ও গামারী গাছ তথা কাঠ উদ্ধার হয়েছে। এসব কাঠের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ ৮০ হাজার টাকা।
গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়নের (৩৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলমের নির্দেশনায় (ভারপ্রাপ্ত) কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল চাইল্যাতলী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার রাঙ্গাপানিছড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে এসব গাছ ও কাঠ উদ্ধার করে।
উদ্ধারকৃত গাছ ও কাঠগুলো রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে।
উল্লেখ্য, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক এই ধরণের চোরাচালানী, মাদক, নারী পাচার বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান একটি প্রক্রিয়া। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ব্যাটালয়নের পক্ষ থেকে জানানো হয়