১১ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন

7

 

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধিদের উদ্যোগে ১২ দফা দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত¡রে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। একে বক্তব্য রাখেন মোহাম্মদ কাওছার হোসেন, এম এ বি ওয়াহিদ, মোহাম্মমদ কাওছার খন্দকার, মোহাম্মদ রাসেল, আবু তাহের, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ মেহেদী হাসান, জাহাঙ্গীর কবির, ইমরান খান, শুভ রুবেল, রনজিত প্রমুখ।
দাবিসমূহ হলো : ১. সকল বিক্রয় প্রতিনিধির চাকরি স্থায়ীকরণ, ২. মূল বেতন ২০০০০ টাকা, ডিএ ৩৯০০ টাকা, টিএ একচুয়াল, ও ওভারটাইম ও শুক্রবার, ঘরভাড়া বাবদ ৫০০০ টাকা, চিকিৎসা ১৮০০ টাকা মোট ৩০৭০০ টাকা, ৩. সকল বিক্রয় প্রতিনিধিদের প্রভিডেন্ট ফান্ড, পেনশন, বীমা ইত্যাদি থাকতে হবে, ৪. কোন বিক্রয় প্রতিনিধিকে চাকরিচ্যুত করতে হলে ৩ মাস আগে লিখিত নোটিস দিতে হবে, ৫. কোন বিক্রয় প্রতিনিধিকে চাকরিচ্যুত করলে ৪ মাস বা ১২০ দিনের বেতন দিতে হবে, ৬. কোন বিক্রয় প্রতিনিধি চাকরিরত অবস্থায় মারা গেলে তাকে ১০ লক্ষ টাকা দিতে হবে, ৭. চাকরি অবস্থায় দুর্ঘটনা হলে উক্ত প্রতিনিধিকে চিকিৎসাবাবদ ও বেসিক বেতন দিতে হবে, ৮. দুই ঈদে বেসিক বেতনের সমপরিমাণ বোনাস দিতে হবে, ৯. সরকারি সকল ছুটিতে বিক্রয় প্রতিনিধিদেরকে বন্ধ দিতে হবে, ১০. সকল বিক্রয় প্রতিনিধিদের বছরে ১০% বেতন বৃদ্ধি করতে হবে, ১১. সকল বিক্রয় প্রতিনিধিদের উপর অমানবিক আচরণ ও নির্যাতন বন্ধ করতে হবে এবং ১২. প্রত্যেক কোম্পানিকে শ্রম মন্ত্রণালয়ের আইন কানুন মানতে হবে। বিজ্ঞপ্তি